📗বইয়ের বিবরণ

বইয়ের নাম: হিসনুল মুসলিম
বইয়ের ধরণ: ইসলামিক বই 
প্রকাশিত: ২০১২
প্রকাশক: আস সুন্নাহ পাবলিকেশন্স
পাতা সংখ্যা: ২২০ টি
সাইজ: ২ এমবি


 হিসনুল মুসলিম ইসলামিক বই রিভিউ:

📗 সাঈদ ইবনে আলী আল কাহতানী এর হিসনুল মুসলিম ইসলামিক বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। নিচের লিংক থেকে ২ এমবির বইটি পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড/পড়তে  কিংবা অনলাইনে যেকোন সময় ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর হিসনুল মুসলিম  জনপ্রিয় ইসলামিক বইটি পড়ে নিতে পারবেন।

❤️মস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য চাই, ক্ষমা চাই। আমরা আমাদের হৃদয়ের দুষ্ট প্রবৃত্তিসমূহ এবং আমাদের মন্দ আচরণ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি আল্লাহ যাকে সৎ পথে চালান, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আর যাকে তিনি বিপথগামী করেন তাকে সৎপথে আনার কেউ নেই। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর প্রতি, তাঁর বংশধর, তাঁর সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যতো লোক এ সৎ পথের অনুসরণ করবে তাদের সকলের উপর অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক । বইটিতে সংক্ষেপে যিকিরের বিষয় আলোচনা করা হয়েছে, যাতে ভ্রমণ পথে বহন করা সহজ হয় । এখানে যিকিরের মূল বিষয় শুধু উল্লেখ করেছি । আর যে সকল হাদীসের কিতাব থেকে তা নেয়া হয়েছে সেগুলোর বরাত দিয়েছি। আর যিনি সাহাবীগণ সম্পর্কে অবগত হতে চান অথবা বেশী কিছু জানতে চান তার মূল কিতাবটি পাঠ করা উচিত মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেনো তাঁর উত্তম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলীর মাধ্যমে এই আমল তাঁরই জন্য খালেস করে নেন। আর এর দ্বারা যেনো তিনি আমাকে আমার জীবনে ও মরণে উপকৃত করেন। আর যে ব্যক্তি এ বইখানা পড়বে অথবা ছাপাবে অথবা এর প্রচারের কারণ হবে তাকেও যেনো তিনি উপকৃত করেন । নিশ্চয়ই তিনি অতি পবিত্র, মহান অভিভাবক এবং সকল কিছুর ওপর ক্ষমতাবান। দরূদ ও সালাম আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তাঁর বংশধর, তাঁর সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণ করবে তাদের ওপরও।

💜 বইটির বহুল প্রচার ও প্রসারের জন্য দোয়া করছি। আশা করি  সকল মুহিব্বীন, মুবাল্লিগীন এবং সর্বস্তরের সকল আলেম ও দীনদার মুসলিম বইটি পাঠ করবেন এবং উপকৃত হবেন। বিশেষত, ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় কর্মরত আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা দলমত নির্বিশেষে এই পুস্তিকাটি থেকে উপকৃত হবেন বলে আশা করছি ।

💚 দোয়া করি আল্লাহ লেখকের এই প্রচেষ্টা কবুল করে নিন এবং এই বইকে তাঁর ও আমাদের নাজাতের অসিলা বানিয়ে দিন ।

📚 বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর আল্লাহর পথে দা'ওয়াত ইসলামিক বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।

✅ আল্লাহর পথে দা'ওয়াত ইসলামিক  বই এর পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রী ডাউনলোড/পড়তে  ক্লিক করুন:⏬⏬⏬  

👉Download PDF✔️

👉Download eBooks✔️