ইসলামিক বই
ইসলামী সাথারণ জ্ঞান – ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান আলমারূফ
বইয়ের নাম: ইসলামী সাথারণ জ্ঞান
বইয়ের ধরণ: ইসলামিক বইপ্রকাশিত: ১৯৯৬প্রকাশক: আহসান পাবলিকেশন্সপাতা সংখ্যা: ২৩৮ টিসাইজ: ৪ এমবি
ইসলামী সাথারণ জ্ঞান ইসলামিক বই রিভিউ:
📗 ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান আলমারূফ এর ইসলামী সাথারণ জ্ঞানইসলামিক বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। নিচের লিংক থেকে ৪ এমবির বইটি পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড/পড়তে কিংবা অনলাইনে যেকোন সময় মোহা: ছিদ্দিকুর রহমান এর ইসলামী সাথারণ জ্ঞান জনপ্রিয় ইসলামিক বইটি পড়ে নিতে পারবেন।
💚 অন্তরের হেদায়াত সকল ইবাদাতের মূলকথা। মানুষের গোটা শরীরে হৃৎপিণ্ডের অবস্থান ছোট হলেও মূলতঃ সে - ই গোটা শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গের ওপর রাজত্ব চালায়। যেমন হৃদয় কৃপণ হলে হাত খরচ করে না আবার মন উদার হলে হাত জনসেবায় দারাজ হয়ে যায়। আবার মন যদি হারাম থেকে বাঁচতে চায় তাহলে হাত অবৈধ অর্থ গ্রহণ করে না, মদ ও পরনারী স্পর্শ করে না, পা হারাম পথে চলে না, চোখ অশ্লীল দৃশ্য অবলোকন করে না, কান পরনিন্দা বা অশ্লীল গান ও অশ্রাব্য কথা শ্রবণ করে না, তার জিহবা অসত্য বলা, গাল-মন্দ করা ও হারাম আস্বাদন থেকে বিরত থাকে। অন্যদিকে এই মনের মধ্যে আল্লাহ ভীতি না থাকলে মন অসুস্থ ও পংকিল হয়ে যায়। ফলে ব্যক্তির আচরণ ও চরিত্রে এর বিরূপ প্রতিক্রিয়া হতে বাধ্য।
❤️নাহমাদুহ ওয়া নুসাল্লী আলা রাসুলিহীল কারীম, আম্মাবাদ ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান আলমারূফ এর ইসলামী সাথারণ জ্ঞান সম্পর্কে একটি পুস্তিকা রচনা করেছেন। আল্লাহর পথে দা'ওয়াত বা সৎকার্যে আদেশ ও অসৎকাধে নিষেধই নবী-রাসূলগণের (আ.) দায়িত্। উম্মতে মুহাম্মাদীর অন্যতম দায়িত্ব ও বৈশিষ্ট্যও দা'ওয়াত ইলাল্লাহ। এই দায়িত্বের সফল আঞ্জাম দেওয়ার উপর নির্ভর করছে মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের সফলতা ও নাজাত । কুরআন কারীম ও সহীহ হাদীসের উপর নির্ভর করে এ বিষয়ক গ্রন্থ রচনা সময়োপযোগী হয়েছে বলে মনে করা হয় ।বিশেষত, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ বা আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী, দায়ীর গুণাবলী ও এ বিষয়ক বিভিন্ন ভুলভ্রান্তির কুরআন-সুন্নাহ ভিত্তিক আলোচনা খুবই উপযোগী ও কল্যাণকর হয়েছে বলে মনে করা হয় ।
💜 বইটির বহুল প্রচার ও প্রসারের জন্য দোয়া করছি। আশা করি সকল মুহিব্বীন, মুবাল্লিগীন এবং সর্বস্তরের সকল আলেম ও দীনদার মুসলিম বইটি পাঠ করবেন এবং উপকৃত হবেন। বিশেষত, ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় কর্মরত আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা দলমত নির্বিশেষে এই পুস্তিকাটি থেকে উপকৃত হবেন বলে আশা করছি।
💚 দোয়া করি আল্লাহ লেখকের এই প্রচেষ্টা কবুল করে নিন এবং এই বইকে তাঁর ও আমাদের নাজাতের অসিলা বানিয়ে দিন।
📚 বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর ইসলামী সাথারণ জ্ঞান ইসলামিক বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।
✅ ইসলামী সাথারণ জ্ঞান ইসলামিক বই এর পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রী ডাউনলোড/পড়তে ক্লিক করুন:⏬⏬⏬
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ