📗বইয়ের বিবরণ

বইয়ের নাম: জানাত লাভের উপায় 
বইয়ের ধরণ: ইসলামিক বই
প্রকাশিত: ২০১২
প্রকাশক: আহসান পাবলিকেশন্স
পাতা সংখ্যা: ৮৯ টি
সাইজ: ২ এমবি


জানাত লাভের উপায় ইসলামিক বই রিভিউ:

📗মোহা: ছিদ্দিকুর রহমান এর জানাত লাভের উপায় ইসলামিক বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। নিচের লিংক থেকে ২ এমবির বইটি পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড/পড়তে  কিংবা অনলাইনে যেকোন সময় মোহা: ছিদ্দিকুর রহমান এর জানাত লাভের উপায়  জনপ্রিয় ইসলামিক বইটি পড়ে নিতে পারবেন।

💚অন্তরের হেদায়াত সকল ইবাদাতের মূলকথা । মানুষের গোটা শরীরে হৃৎপিণ্ডের অবস্থান ছোট হলেও মূলতঃ সে - ই গোটা শরীরের সকল অঙ্গ - প্রত্যঙ্গের ওপর রাজত্ব চালায় । যেমন হৃদয় কৃপণ হলে হাত খরচ করে না আবার মন উদার হলে হাত জনসেবায় দারাজ হয়ে যায় । আবার মন যদি হারাম থেকে বাঁচতে চায় তাহলে হাত অবৈধ অর্থ গ্রহণ করে না , মদ ও পরনারী স্পর্শ করে না, পা হারাম পথে চলে না, চোখ অশ্লীল দৃশ্য অবলোকন করে না, কান পরনিন্দা বা অশ্লীল গান ও অশ্রাব্য কথা শ্রবণ করে না, তার জিহবা অসত্য বলা, গাল-মন্দ করা ও হারাম আস্বাদন থেকে বিরত থাকে। অন্যদিকে এই মনের মধ্যে আল্লাহ ভীতি না থাকলে মন অসুস্থ ও পংকিল হয়ে যায়। ফলে ব্যক্তির আচরণ ও চরিত্রে এর বিরূপ প্রতিক্রিয়া হতে বাধ্য। পক্ষান্তরে হাদীসে বর্ণিত ঐ গোশভ টুকরাকে 'কালব' দিল, মন বা অন্তর যে নামই বলি না কেন একে পরিশুদ্ধ করতে পারলেই গোটা জীবন হবে পরিশুদ্ধ। আর এই 'কালব' বা অন্তর পরিশুদ্ধ করার একমাত্র হাতিয়ার হলো আল্লাহ তা'আলার যিকির বা স্মরণ ।

নবী কারীম (সা.) বলেছেনঃ শয়তান আদম সন্তানের কালবের ওপর জেঁকে বসে থাকে। সে যখন আল্লাহর যিকির করে তখন শয়তান সরে যায়। আর যখন সে আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হয় তখন শয়তান তার মনে কুমন্ত্রণার বীজ বপন করতে থাকে। (বুখারী) সুতরাং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি মুহাব্বাত ও আনুগত্যপূর্ণ জীবন-যাপনের লক্ষ্যে আল্লাহর যিকির বা স্মরণে ফিরে থাকা মুমিন ব্যক্তির সার্বক্ষণিক দায়িত্ব। 

মানুষের মৃত্যু পরবর্তী জীবনের সর্বশেষ গন্তব্যস্থল দুটি, জান্নাত অথবা জাহান্নাম । জান্নাতের অফুরন্ত ও অকল্পনীয় শান্তি এবং জাহান্নামের অবর্ণনীয় ভয়ংকর পীড়াদায়ক শাস্তির কথা পবিত্র কুরআন - হাদীসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে । জাহান্নাম থেকে মুক্তির ও জান্নাত লাভের জন্য নবী কারীম (সা.) যথেষ্ট দু'আ ও আমল শিখিয়েছেন । অথচ টিভির অর্থহীন অনুষ্ঠান দেখে , ভালো কিছুই শেখার নেই এমন সব রোমান্টিক গল্প - উপন্যাস ও সাহিত্য কবিতা পড়ে এবং ছবি দেখে, চায়ের আড্ডায় অনর্ধক গল্প গুজব করে মানুষের জীবনের মূল্যবান সময়গুলো বহমান নদীর স্রোতের মতোই চলে যাচ্ছে । অথচ এ মহামূল্যবান সময় আমরা জান্নাত লাভের সুমহান কাজে লাগাতে পারি। এ উদ্দেশ্যকে সামনে রেখেই বইটি পবিত্র কুরআন-হাদীস দ্বারা মণি-মুক্তার মালার মতো সাজানো হয়েছে । আল্লাহ তা'আলার অনুগ্রহে নবী কারীম (সা.) জান্নাতের সুউচ্চ সর্বদাসম্পন্ন স্থান লাভ করবেন। তিনি তাঁর উম্মতদেরকে সে চিরস্থায়ী সুখের আবাস আন্নাত লাভের জন্য অসংখ্য দু'আ ও আমল শিক্ষা দিয়েছেন । যেমনঃ হে আল্লাহ! আমি তোমার নিকট সকল প্রকার কল্যাণ কামনা করি, সেটা দ্রুত হোক অথবা বিলম্বে, যে বিষয় আমি জ্ঞাত অথবা অজ্ঞাত । হে আল্লাহ ! আমি তোমার নিকট সকল প্রকার অনিষ্টতা থেকে আশ্রয় চাই , সেটা দ্রুত হোক অথবা বিলম্বে, যে বিষয় আমি জ্ঞাত অথবা অজ্ঞাত । হে আল্লাহ আমি তোমার কাছে ঐসব কল্যাণ কামনা করি, যে সব কল্যাণ কামনা করেছেন তোমার নবী (সা.) এবং ঐসব অকল্যাণ থেকে তোমার নিকট আশ্রয় চাই যে সব অনিষ্টতা থেকে আশ্রয় চেয়েছেন তোমার নবী (সা.) । হে আল্লাহ ! আমি তোমার নিকট জান্নাতের প্রার্থনা করি এবং এমন সব কথা ও কাজের যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। হে আল্লাহ ! আমি তোমার নিকট আহান্নাম থেকে আশ্রয় চাই এবং এমন সব কথা ও কাজ থেকে যা আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দিবে। হে আল্লাহ ! আমি তোমার নিকট দরখাস্ত করছি , তুমি আমার জন্য যে ভাগ্যলিপি তৈরী করেছো, তা তোমার একান্ত অনুগ্রহে আমার জন্য কল্যাণকর করে দাও। (সুনান ইবনে মাজাহ, হাদীস নং ৩১০২)

এ ধরনের বহু দু'আ ও আমল এ গ্রন্থে সন্নিবেশিত করা হয়েছে। প্রয়োজন শুধু মনোযোগসহ পড়া এবং আমল করা । মনে রাখতে হবে যে, শুধু দু'আ দরূদ আমল করেই অফুরন্ত সুখ-শান্তির আবাসস্থল জান্নাতে যাওয়া যাবে না বরং জান্নাতে যেতে হলে একই সাথে বাস্তব জীবনে আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল (সা.) -এর পূর্ণাঙ্গ আনুগত্য করতে হবে অর্থাৎ আল্লাহ ও তাঁর রাসূল (সা.) - এর আদেশ নিষেধ জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলতে হবে।

পরিশেষে আবার শুরুর কথায় ফিরে যেতে চাই, 'কালব' বা মনকে প্রশান্ত ও পরিশুদ্ধ করার জন্য এবং উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে পবিত্র কুরআন-হাদীস অবলম্বনে রচিত এ সংকলনটি পাঠক পাঠিকা ভাই বোনদের জন্য, জান্নাত লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তা'আলা আমাদের সকলকে কুরআন-হাদীস অনুযায়ী আমল ও সুন্দর জীবন গঠনের তাওফীক দান করুন। 

❤️নাহমাদুহ ওয়া নুসাল্লী আলা রাসুলিহীল কারীম, আম্মাবাদ মোহা: ছিদ্দিকুর রহমান এর জানাত লাভের উপায় সম্পর্কে একটি পুস্তিকা রচনা করেছেন। আল্লাহর পথে দা'ওয়াত বা সৎকার্যে আদেশ ও অসৎকাধে নিষেধই নবী-রাসূলগণের (আ.) দায়িত্। উম্মতে মুহাম্মাদীর অন্যতম দায়িত্ব ও বৈশিষ্ট্যও দা'ওয়াত ইলাল্লাহ। এই দায়িত্বের সফল আঞ্জাম দেওয়ার উপর নির্ভর করছে মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের সফলতা ও নাজাত । কুরআন কারীম ও সহীহ হাদীসের উপর নির্ভর করে এ বিষয়ক গ্রন্থ রচনা সময়োপযোগী হয়েছে বলে মনে করা হয় ।বিশেষত, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ বা আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী, দায়ীর গুণাবলী ও এ বিষয়ক বিভিন্ন ভুলভ্রান্তির কুরআন-সুন্নাহ ভিত্তিক আলোচনা খুবই উপযোগী ও কল্যাণকর হয়েছে বলে মনে করা হয় । 

💜 বইটির বহুল প্রচার ও প্রসারের জন্য দোয়া করছি। আশা করি  সকল মুহিব্বীন, মুবাল্লিগীন এবং সর্বস্তরের সকল আলেম ও দীনদার মুসলিম বইটি পাঠ করবেন এবং উপকৃত হবেন। বিশেষত, ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় কর্মরত আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা দলমত নির্বিশেষে এই পুস্তিকাটি থেকে উপকৃত হবেন বলে আশা করছি ।

💚 দোয়া করি আল্লাহ লেখকের এই প্রচেষ্টা কবুল করে নিন এবং এই বইকে তাঁর ও আমাদের নাজাতের অসিলা বানিয়ে দিন ।

📚 বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর জানাত লাভের উপায় ইসলামিক বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।

✅ জানাত লাভের উপায় ইসলামিক  বই এর পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রী ডাউনলোড/পড়তে  ক্লিক করুন:⏬⏬⏬  

👉Download PDF✔️

👉Download eBooks✔️