📗বইয়ের বিবরণ:

বইয়ের নাম: মাইন ক্যাম্ফ 
লেখক: অ্যাডলফ হিটলার অনুবাদ মোহাম্মদ বিল্লাল হোসাইন
বইয়ের ধরণ: আত্মজীবনী
প্রকাশক: নীলেক্ষত বুক সোসাইটি 
প্রকাশিত: ২০১১
পাতা সংখ্যা: ২৩৮ টি
সাইজ: ১১ এমবি

 মাইন ক্যাম্ফ বই রিভিউ:

📗অ্যাডলফ হিটলার এর  মাইন ক্যাম্ফ আত্মজীবনী এর আনুবাদ পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি। নিচের লিংক থেকে ১১ এমবির বইটি পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড/পড়তে কিংবা অনলাইনে যেকোন সময়অ্যাডলফ হিটলার এর  মাইন ক্যাম্ফ  জনপ্রিয় বইটি পড়ে নিতে পারবেন।

❤️১৯২৪ সালের ১ এপ্রিল, মিউনিক গণ - আদালতের বিচারে লেখ নদীর তীরে ল্যাভস্বার্গের দুর্গে আমায় কারাবাসের দিনগুলো শুরু হয়। গত কয়েক বছরের অবিশ্রান্ত পরিশ্রমের পর একটা কাজ করার মত সময় এ প্রথম আমার ভাগ্যে জোটে; অনেকেই আগে আমাকে অনুরোধ করেছে এবং আমি নিজেও ভেবেছি যে আমাদের সংগ্রামের পক্ষে এটা অত্যন্ত মূল্যবান। সুতরাং এ ভেবেই আমি এ বইটা লেখা শুরু করি, যার মূল উদ্দেশ্য শুধু সংগ্রামটাকেই এগিয়ে নিয়ে যাওয়া নয়, তাকে উন্নত করাও। তাই এ বই থেকে এমন অনেক কিছু শেখার আছে যা তৎকালীন পারিপার্শ্বিক লেখা বা প্রবন্ধ থেকে পাওয়া সম্ভব নয়। আমি কিভাবে উন্নতির সোপান বেয়ে ওপরে উঠেছি, এ বইয়ের প্রথম এবং দ্বিতীয় অংশে তা বর্ণনা করেছি। শুধু তাই নয়; আমার সম্পর্কে ইহুদী সাংবাদিকরা যে কল্পিত অপপ্রচার করেছে, সেটা ধ্বংস করার সুযোগও এ বইয়ের মাধ্যমেই আমি পেয়েছি। এ বই আমাকে দূরে সরিয়ে রাখবে না, বরং সংগ্রাম যাদের হৃদয়ের দাবি তাদের কাছাকাছি আমাকে পৌঁছে দেবে, তাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে। আমি জানি যত লোককে মুখের কথায় কাজ করানো যায় লেখার দ্বারা তা সম্ভব নয়।

প্রতিটি সৎ এবং মহৎ সংগ্রাম পৃথিবীতে যা সংগঠিত হয়েছে, তা জন্ম নিয়েছে মহৎ বক্তার বক্তৃতা থেকে, কোন বড় লেখকের লেখা থেকে নয়। যাহোক, ভণিতার বিরুদ্ধে সংগ্রামের দৃঢ় হাতিয়ার হিসেবেও লেখাটা প্রয়োজন। সুতরাং এ বইটি তার ভিত্তিপ্রস্তর।

📚বাংলা বই ডাউনলোড করতে আমাদের সাইট ভিজিট করুন আর  মাইন ক্যাম্ফ বইটি আপনাদের কেমন লাগলো তা জানতে ভুলবেন না।

✅  মাইন ক্যাম্ফ  বই এর পিডিএফ কপি সম্পুর্ণ ফ্রী ডাউনলোড/পড়তে  ক্লিক করুন:⏬⏬⏬

👉Download PDF ✔️

👉Download eBooks✔️